September 19, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলাচল শুরু নৌযান

চাঁদপুর প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘কোমেন’র প্রভাবে বৃহস্পতিবার চাঁদপুর লঞ্চঘাটে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলে শুক্রবার সকাল ১০টার পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নৌযান চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে সর্তকতা সংকেত কমিয়ে আনার পার এই যান চলাচল স্বাভাবিক হয়।

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে সব নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে।