ডেস্ক প্রতিবেদন : ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় মাশরাফি! অবাক হচ্ছেন! হওয়ারই কথা! কারণ ঘটনাটা সত্য। ১৮ জুলাই ঈদের দিন মুক্তি পাওয়া সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান সিনেমায় মাশরাফি বল করেছেন। ।
বর্তমানে আলোচিত এই সিনেমায় মাশরাফিকে বল করতে দেখা গেছে। তা প্রথমে অনেকের নজরে আসেনি। ২০১৪ সালের বাংলাদেশ-ভারতের মধ্যে ওয়ানডে ম্যাচের একটি দৃশ্য এই সিনেমায় দেখানো হয়েছে যেখানে মাশরাফিকে বল করতে দেখা গেছে।
সিনেমার একটি দৃশ্যে মুন্নিকে নিয়ে সালমান খান কারিনা কাপুরদের বাসায় আসেন। সিনেমার ৪৪ মিনিট ৪ সেকেন্ডের সময় কারিনা কাপুরদের বাসায় সবাই মিলে খেলা দেখার একটি দৃশ্য রয়েছে। ওই সময় মাশরাফি বিন মুর্তজার একটি বল করার দৃশ্য দেখানো হয় টিভিতে।
এ বিভাগের আরো..
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান নির্বাচিত
ওস্তাদ শাহাদাত হোসেন খানের স্মরণসভা অনুষ্ঠিত