নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ধর্ষিত তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে, তবে বিষয়টি গণধর্ষণ কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নির্যাতিত ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে রাজধানীর উত্তরায় তার সহকর্মীসহ আরও কয়েকজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডাক্তার বিলকিস জানান, ওই তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরও সময় লাগবে। আরও কয়েক ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে এটা ধর্ষণ না কি গণধর্ষণ।
উল্লেখ্য, উত্তরার একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ৮ সহকর্মীর দ্বারা ওই তরুণী ধর্ষিত হওয়ার অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে পুলিশ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এ বিভাগের আরো..
নওগাঁর পত্নীতলায় ২ ভুয়া পুলিশ আটক
নওগাঁয় নিজ বাড়ি থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিএসটিআই ১৮৬ কার্টুন সফট ড্রিংক পাউডার পুড়িয়ে ধ্বংস করলো