September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিয়ে করলেন তানভীর খান-জেনি

বিনোদন প্রতিবেদক : বিয়ে-ব্যঞ্জনায় ভাসলেন অভিনয়শিল্পী-মডেল জেনি ও চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং তারকারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জুন জেনির নিউ ইস্কাটনের বাসায় তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। সেসময় তানভীর-জেনি জানিয়েছিলেন, রোজার ঈদের পরপরই বিয়ে করবেন তারা।
সে অনুযায়ী তাদের বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। তানভীর ও জেনি তাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, জেনির সঙ্গে এর আগে নির্মাতা অমিতাভ রেজার বিয়ে হয়েছিল। তারা দুই বছর একই ছাদের নিচে কাটানোর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আর তানভীরেরও আগের সংসার ছিল।