October 7, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে ফেসবুক পেজ বন্ধের আহ্বান

ডেস্ক প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের নামে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানিয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেইসবুক পেইজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।

দেশবাসীকে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোনও ফেইসবুক পেইজ পরিচালিত হয় না।

অনেক পেইজের বিবরণে আবার এডমিনরা লিখছেন “এই পেইজ অফিসিয়াল” কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্য) “তত্ত্বাবধানে পরিচালিত”; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট।’

এরপর স্ট্যাটাসে বেশ কিছু পেজের লিংক দেওয়া হয় এবং ওই পেজের এডমিনদের সেগুলো ‘Unpublished’ করার জন্য আহ্বান জানানো হয়।

বিভ্রান্তিমূলক পেইজের লিঙ্কগুলো হলো-

1.Saima wazed Putul – সায়মা ওয়াজেদ পুতুল
Link: https://www.facebook.com/Saima.Wazed.Putul.2013
2.Sheikh Hasina – শেখ হাসিনা
Link: https://www.facebook.com/Joy.Banglaaa
3.Sheikh Hasina
Link: https://www.facebook.com/pages/Sheikh-Hasina/109412772417598
4. Sheikh Rehana
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/613977472007738
5. Sheikh Rehana
Link: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/272307469617552
6. Bongobondhu Sheikh Mujibur Rahman
Link: https://www.facebook.com/bongobondhu
7. Radwan Mujib Siddiq Bobby
Link: https://www.facebook.com/rmsiddiqbobby
8. Bangladesh Awami League – বাংলাদেশ আওয়ামী লীগ
Link: https://www.facebook.com/Bangladesh.Awami.League.JoyBangla
9. Bangladesh Awami League

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েরই একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে।