March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ

অাদালত প্রতিবেদক : নাশকতার ৮৯ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।

রোববার আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।

তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তাদের আবেদনগুলো জমা দেওয়া হয়েছে।

বেলা আড়াইটার দিকে এসব আবেদনের শুনানি হতে পারে বলে তিনি।

৮৯ মামলার মধ্যে আমানের ৭০টি মামলা, এম কে আনোয়ারে ১০টি ও মিন্টুর ৯টি।

হরতাল-অবরোধে নাশকতার ৫২ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন এ তিন নেতা। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ২৭ জুলাই তাদের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

ওই নির্দেশের প্রেক্ষিতে তারা রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

Print Friendly, PDF & Email