March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অবৈধভাবে রাষ্ট্রপতি হলে অবসর বন্ধে আইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : উপযুক্ত আদালত কর্তৃক ঘোষিত অসাংবিধানিক পথে ক্ষমতা দখলকারী ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হলে তাকে অবসর ভাতা না দেওয়ার বিধান করা হচ্ছে। এ বিধান রেখে রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুযোগ সুবিধা আইন, ২০১৫-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আদালত ঘোষিত অবৈধভাবে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতি অবসরভাতা (পেনশন), আনুতোষিক ও অন্যান্য সুবিধার যোগ্য হবেন না। একই সঙ্গে স্বাধীনতার পর থেকে যে রাষ্ট্রপতি এ সুবিধা নেননি তাদের পরিবারও এর প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের শাসনামলকে সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জিয়াউর রহমান ও এরশাদ রাষ্ট্রপতি হিসেবে পেনশন সুবিধা নেননি। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পেনশন নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সংশোধন আইন, ২০১৫-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেও তা অনুমোদন হয়নি।

Print Friendly, PDF & Email