আদালত প্রতিবেদক : ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) বিকাশ কুমার সাহার পদন্নতি ও বদলীকরনের উদ্যেশে বিদায় সম্বর্ধনা দিয়েছেন আদালতের কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের কনফারেন্স রুমে ইউনাইনেট কোর্ট রিপোর্টার এসোসিয়শনের উদ্যেগে এই সম্বর্ধনা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সিএমএম বিকাশ কুমার সাহাসহ আদালতের ৩৫ জন বিচারক ও ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে নতুন সিএমএম হিসাবে আজ যোগদান করছেন শেখ হাফিজুর রহমান। তিনি আগামিকাল থেকে আদালতের বিচারিক দায়িত্ব পালন করবেন ও বিদায়ী সিএমএম বিকাশ কুমার সাহা আইন মন্ত্রনালয়ে ডি্এস এডমিন হিসাবে যোগদান করবেন।
অনুষ্ঠানে ইউনাইটেড কোর্ট রিপোর্টার এসোসিয়শনের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও বক্তব্য রাখেন সেক্রেটারী অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার ,সৈয়দ আহমেদ গাজী, আশরাফ-উল-আলম, চৈতন্য চন্দ্র হালদার, মুনজুর আলম, আনোয়ার কবির বাবুল, জাকারিয়া হায়দার, তরিকুল ইসলাম, শুভ্র সিনহা রায়সহ একাধিক সাংবাদিক বৃন্দ।
এ বিভাগের আরো..
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৮১তম প্রতিবেদন প্রকাশ
তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ রাষ্ট্রপতির