March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লিগ শিরোপা নিয়ে আশাবাদী চেলসি

নিজস্ব প্রতিবেদক : পাঁচ বছর পর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে চেলসি। হোসে মরিনহোর অধীনেই তাদের এই ফিরে আসা। তবে আসন্ন মৌসুমের আগেই একটা হোঁচট খেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের কাছে হেরে কমিউনিটি শিল্ডের শিরোপা হাতছাড়া করেছে চেলসি। প্রাক মৌসুম লড়াইয়ে আর্সেন ওয়েঙ্গারের দলের কাছে হোঁচট খেলেও লিগ শিরোপা ধরে রাখার ব্যাপারে পূর্ণ আশাবাদী চেলসি কোচ হোসে মনিরহো।

শিরোপা ধরে রাখার কাজটি যে সহজ হবে না তা বুঝতে পারছেন মরিনহো নিজেও। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগ শিরোপা জেতাটা এখন আর সহজ কাজ নয়। কারণ প্রত্যেক ক্লাবই অনেক বড় ফুটবলার দলে বেড়াচ্ছে। এখন প্রতিযোগিতাটা আর শীর্ষ কয়েকটি ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নেই।’

তবে এই চ্যালেঞ্জকে ভয় হিসেবে নিচ্ছেন না মরিনহো। বরং খেলাটাকে উপভোগ করতে চান তিনি। মরিনহো বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন লিগে এই মুহূর্তে আমরা চ্যাম্পিয়ন। তাই আমরা জানি এই অর্জনের পুনরাবৃত্তিটা কত কঠিন কাজ। কিন্তু আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত এবং চ্যালেঞ্জকে আমরা উপভোগ করতে চাই।’

উল্লেখ্য, গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে চেলসি। এ ছাড়া ৭বার এফএ কাপ ও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও গিয়েছে দলটির ঘরে।

Print Friendly, PDF & Email