চট্টগ্রাম প্রতিনিধি: দেশের মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে কোনো আপস করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “অটোরিকশার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তবে মহাসড়ক চার লেনে উন্নীত করলে ছোট যানবাহনের জন্য আলাদা রাস্তা করা হবে।”
বুধবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “‘মহাসড়কে এই মুহূর্তে অটোরিকশা চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে একটা লেনের জায়গা রাখতে। ভবিষ্যতে আমরা যে রাস্তাগুলো করব, সেখানে বাইলেন থাকবে।”
কাদের বলেন, “মহাসড়ক বাদ দিয়ে দেশে সাড়ে আঠারো হাজার কিলোমিটার রাস্তা আছে। অটোরিকশা সেখানে চলাচল করবে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।”
তিন চাকার যানকে ‘মরণ ফাঁদ’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “আগে জীবন, তারপর জীবিকা। চালক-মালিকদের কাছে অনুরোধ, বাইলেন হওয়ার আগে আপনারা মহাসড়কে অটোরিকশা চালাবেন না।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির সভাপতি তালুকদার রুহুল আমিন।
এ বিভাগের আরো..
কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করবেন না : প্রধানমন্ত্রী
দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দেশে ফিরেছিলাম : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ