March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ওই ধ্বংসাবশেষ এমএইচ৩৭০ বিমানেরই : মালয়েশিয়া প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক : এক সপ্তাহ আগে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ এমএইচ৩৭০ বিমানেরই অংশবিশেষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ খবর নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি।

ফরাসী গবেষকদের বরাত দিয়ে রাজাক বলেছেন, উদ্ধারকৃত দেহাবশেষকে বিশেষজ্ঞরা নিখোঁজ বিমানেরেই অংশ বলে ‘নিশ্চিত’ করেছেন।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা এ বিষয়ে পুরো নিশ্চিত নন। বরং গবেষকরা বলছেন, এটা হওয়ার ‘সম্ভাবনাই বেশি’।

গত বছরের মার্চে ২৩৯ আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানটি লাপাত্তা হয়ে যায়। বিমানটটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছিল।

অনুমান করা হয়, ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি আছড়ে পড়েছিল। যদিও দীর্ঘদিন ধরে ব্যাপক অভিযানে সেরকম কোনো প্রমাণ মেলেনি এখনও।

গত সপ্তাহে ভারত মহাসাগরের প্রত্যন্ত ফরাসী দ্বীপে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই ধ্বংসাবশেষ ফ্রান্সের তুলুসে পাঠানো হয়েছিল।

Print Friendly, PDF & Email