কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব ঘটনাস্থল থেকে জানান, রাত ৮টা ৫০মিনিটে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়েছে। আখাউড়া ও লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সদর উপজেলার বানাশোয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ পর উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩শ’ মিটার রেলপথ। এ সময় দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগাম, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল ।
এ বিভাগের আরো..
আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল
‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে জানতে সাহায্য করবে : তথ্যমন্ত্রী