March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নতুন মাইলফলকে পড়শী, ঐশী ও স্মরণ

বিনোদন প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিন কণ্ঠশিল্পী পড়শী, ঐশী ও স্মরণ। এর মধ্যে ক্যামব্রিয়ান কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়শী পেয়েছেন জিপিএ ৪.৬৭। একই কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্মরণ পেয়েছেন জিপিএ ৫। অন্যদিকে নোয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ঐশী পেয়েছেন জিপিএ ৫।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পড়শী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফল একটু খারাপ হয়েছে। তবে এই ফলেই আমি ও আমার পরিবার খুব খুশি। কারণ গানে মন দিতে গিয়ে পড়াশুনায় তেমন মন বসাতে পারিনি। তাই যে ফল পেয়েছি সেটাই অনেক। আমার জন্য দোয়া করবেন।’

অন্যদিকে ঐশী বলেন, ‘ফল আরও ভালো আশা করেছিলাম। তবে যে রেজাল্ট পেয়েছি তাতে অসন্তুষ্ট নই। ভাবতে ভালো লাগছে আমি এখন বিশ্ববিদ্যালয় ছুঁয়ে ফেলেছি!’

প্রসঙ্গত, পড়শী এবং স্মরণ দু’জনেই ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান। তারা এখন সফলতার সঙ্গে গান করছেন। অন্যদিকে রবিউল ইসলাম জীবনের কথা ও আয়োজনে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে এ বছর দেশের সংগীতাঙ্গনে জমকালো অভিষেক ঘটে নোয়াখালীর মেয়ে ঐশীর।

Print Friendly, PDF & Email