পাকিস্তানে কয়েক’শ শিশুকে যৌন নিপীড়নের সাথে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, প্রদেশটির কাসুর শহরের কাছে একটি গ্রামকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে এই নিপীড়নের ঘটনা ঘটে আসছিল।
বিবিসি জানায়, নিপীড়নের ভিডিও ধারণ করে, তা দেখিয়ে তাদের পিতা-মাতাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতো চক্রটি।
গত সপ্তায় এমন নিপীড়নের শিকার কয়েকটি শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ জানাতে গেলে পুলিশ তা আমলে নেয় নি। পরে, এ নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে পুলিশ। সংঘর্ষে ২০ জন আহত হন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চক্রটির হাতে অন্তত ২৮০টি শিশু নিপীড়িত হয়েছে এবং শত শত ভিডিও তৈরি করা হয়েছে।এদের বেশীরভাগেরই বয়েস ১৪ বছরের কম।
ভিডিওতে শিশুদেরকে একে অপরের সাথে যৌন সঙ্গমে বাধ্য করতে দেখা গেছে।
এ বিভাগের আরো..
উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ঘোষণার পরে ‘জ্বরে’ আরো ৬ জনের মৃত্যু
ত্রিপুরায় ৪র্থ পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক