October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সোমবারের রাশিচক্রে কোনদিকে ঘুরছে আপনার ভাগ্যচক্র?

আজকের রাশিফল: সোমবার, ১০ অগস্ট ২০১৫

taurusমেষ:

smileyআপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। পায়ের কোন চোটে আঘাত সামলে চলুন। লৌকিকতার কারণে অর্থ ব্যায়ের যোগ রয়েছে। কোন রকম লগ্নি থেকে আজ দূরে থাকাই ভালো। শুভ রং –লাল, শুভ সংখ্যা – ৩।


ariesবৃষ:

smileyআপনার আজকের দিনটা মধ্যম। কান বা গলার কোন ব্যথায় ভুগতে হতে পারে। উদাসীনতার কারণে কোন কাজেই উৎসাহ আসবে না। বাচ্চকে নিয়ে একটু চিন্তিত থাকবেন। শুভ রং – গোলাপি, শুভ সংখ্যা – ৬।


geminiমিথুন:

smileyআপনার আজকের দিনটা মধ্যম। হঠাৎ অসুস্থায় কোন শুভ যোগ হাত ছাড়া হতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শুভ রং – হলুদ,শুভ সংখ্যা – ৭।

 


cancerকর্কট:

smileyআপনার আজকের দিনটা মধ্যম।  হাড় বৃদ্ধির সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থানে আজ অপরকে অর্থ ধার দেবেন না।  চাকরী সংক্রান্ত কর্মে কিছু সমস্যা আসতে পারে। শুভ রং – সাদা,শুভ সংখ্যা – ৩।


leoসিংহ:

smileyআপনার আজকের দিনটা শুভ। ধৈর্য ও নিষ্ঠা সহকারে সকল সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি দেখে তবে অর্থ বিনিয়োগ করুন। আইন ও অর্থনীতির বিদ্যার্থীরা ভাল সুযোগ পাবেন। শুভ রং –নীল,শুভ সংখ্যা -১।


virgoকন্যা:

smiley আপনার আজকের দিনটি মধ্যম| ক্রনিক কোন রোগের প্রকোপ বাড়তে পারে।  কর্মস্থলে আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগান।  হস্তশিল্পের নৈপুণ্যের সঙ্গে যুক্ত কর্মে সফলতা। শুভ রং –ক্রিম,শুভ সংখ্যা -৮।


libraতুলা:

smileyআপনার আজকের দিনটা শুভ।  শারীরিক সুস্থতা নির্দেশ করছে। বসের সঙ্গে কথা বলার সময় একটু সাবধানে কথা বলুন। ওষুধ,চা,পুস্তক বিষয়ক দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। শুভ রং – হলুদ,শুভ সংখ্যা – ৫।


scorpioবৃশ্চিক:

smileyআপনার আজকের দিনটা মধ্যম।  মানসিক চঞ্চলতা একাকীত্ব কে বাড়িয়ে দেবে। পিতামাতার সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নি মতবিরোধ। স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। শুভ রং –লাল, শুভ সংখ্যা –  ২


sagittariusধনু:

smileyআপনার আজকের দিনটা মধ্যম। গলার টনসিল বাড়তে পারে। অতিরিক্ত দীর্ঘসূত্রতার কারণে বিদ্যার্থীরা কোন সিদ্ধান্তে অসতে পারবেন না। কর্মের কারণে ভ্রমণের সুযোগ পাবেন। প্রিয়জনের সাথে সকল মনোমালিন্য কাটিয়ে উঠুন। শুভ রং – বাদামি, শুভ সংখ্যা – ৬।


piscesমকর:

 smileyআপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত।  নতুন কোন পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়।  স্ত্রীর সঙ্গে কোন বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নিন। শুভ রং –সাদা, শুভ সংখ্যা – ৬।


aquariusকুম্ভ:

 smileyআপনার আজকের দিনটা শুভ। মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ১০.৪৫ থেকে ১২.৫০ এর মধ্যে অর্থ বিনিয়োগ করুন।  আজ ব্যাবসায়িক সাফল্যের যোগ আছে। শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৩।


piscesমীন:

smileyআপনার আজকের দিনটি মধ্যম।  কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ থাকবে। খাদ্যদ্রব্য ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। শুভ রং – হলুদ,শুভ সংখ্যা – ২।


yes আপনার আজকের দিনটি শুভ হোক! ভালো থাকুন, সুস্থ থাকুন yes