March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

২০ লাখ টাকা মূল্যের ১২টি ম্যাকাও পাখি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১২টি বিদেশী ম্যাকাও পাখি ও মাইক্রোবাসসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো আটক করা হয়। এসব পাখির আনুমানিক মুল্য ২০ লাখ টাকা।

চুয়াডাঙ্গার বিজিবি-৬ পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, ‘সোমবার আনুমানিক সাড়ে পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আলী হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুড়ালগাছি গ্রামের কুড়ালগাছি পাকা রাস্তার মোড় হতে ১২টি দূষ্প্রাপ্য ম্যাকাও পাখি ভারতে পাচারকালে আটক করা হয়।’

তিনি আরো জানান, ‘এসব পাখির আনুমানিক মুল্য ২০ লাখ টাকা। এসময় ২৫ লাখ টাকা মূল্যের বহনকারী একটি মাইক্রোবাসও (নং ঢাকা মেট্রো ট-১৩-৯৯৪৫) আটক করা হয়। আটক পাখিগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর/ বনবিভাগের সাথে যোগাযোগ করে জমা করা হবে। বহনকারী মাইক্রোবাস দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। যার সাধারণ ডায়েরি নং ৫৩৫/২০১৫ তারিখ ১০ আগষ্ট।’

Print Friendly, PDF & Email