November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলনবিলে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : জেলার তাড়াশে চলনবিল থেকে বাবা এবং ছেলে-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, সোমবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩৫) এবং তার দুই শিশু সন্তান নাফিউল ইসলাম (৮) ও তানিয়া খাতুনকে (৭) নিয়ে পার্শ্ববর্তী পাটগাড়ী গ্রামের চলনবিলে মাছ ধরতে যান। কিন্তু বিকেল পর্যন্ত তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশগুলো ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিলের মধ্য থেকে তিনটি লাশ উদ্ধার করে। তবে এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গেলে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলতাফ হোসেন স্থানীয় করিমগাড়ী কওমি মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।