October 22, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সদস্য নির্বাচনের জন্য মনোনয়নের এই তালিকা সোমবার রাত সোয়া ১১টার দিকে ক্লাবের নোটিস বোর্ডে টাঙানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন পাওয়া কারোর ব্যাপারে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের কোনো বক্তব্য থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে সাধারণ সম্পাদক বরাবর জানাতে হবে।

এর আগে ৭ আগস্ট প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের ১০১ জন সদস্য নির্বাচিত করা হয়।

নতুন মনোনয়ন পাওয়া ৭৯৫ জনের তালিকা :