October 23, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফিরছেন চিত্রাঙ্গদা সিং

বিনোদন প্রতিবেদক : বহুদিন হল তাকে আর কোনও সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাচ্ছিল না। মাঝখানে তাকে দেখা গিয়েছিল ‘গব্বর ইজ ব্যাক’ ছবির একটি আইটেম গানে। কিন্তু এবার খরা কাটিয়ে আবার সিনেমার মুখ্য চরিত্রে ফিরতে চলেছেন চিত্রাঙ্গদা সিং।

গিরিশ মালিক পরিচালিত ‘ব্যান্ড অফ মহারাজা’ ছবিতে ৩৯ বছর বয়সী চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে পাঞ্জাবের বদমেজাজি মিউজিক অ্যাক্টিভিস্ট এবং পপ স্টারের ভূমিকায়। ছবিটির প্রযোজনা করছেন রাজু চাড্ডা ও পুনিত সিং।

জানা গেছে, পাঞ্জাব থেকে পাকিস্তানের মিউজিকাল সফর নিয়েই তৈরি হচ্ছে এ ছবি। এই ছবিতে থাকবে অসংখ্য গান যার মধ্যে যেমন রয়েছে ডান্স নম্বর তেমনই রয়েছে কিছু সুফি গানও। নভেম্বরের থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।