নিজস্ব প্রতিবেদক : বাস ছাড়তে বিলম্ব করায় রাজধানীতে শ্যামলী পরিবহনের এক বাস চালককে পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা।
সোমবার রাত ১১টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাসচালকের নাম শিবু চন্দ্র দে (৪৫)। তিনি সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র দের ছেলে।
নিহত বাস চালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান, রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে পৌঁছতে ১১টা বাজে তাদের।
এরপর জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরো যাত্রী নেয়ার জন্য বাস থামানো হলে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে ইঞ্জিন কভারের ওপর ফেলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকারী। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাস চালকের মৃত্যু হয়েছে।
এ বিভাগের আরো..
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল
ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি
নওগাঁর পত্নীতলায় ২ ভুয়া পুলিশ আটক