নিজস্ব প্রতিবেদক : জেলার বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে রাজুহোসেন (২২) এবং বড়াইগ্রামের রাজাপুর কলেজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে রবিউল ইসলাম (৩০)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রুহানী জানান, ভোর ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় বিকল হয়ে পড়ে ছিল একটি ট্রাক। এসময় ঢাকা থেকে নাটোরগামী অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের দুই হেলপার রাজু হোসেন এবং রবিউল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো..
কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করবেন না : প্রধানমন্ত্রী
দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দেশে ফিরেছিলাম : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ