January 25, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারত, কাশ্মির, পাকিস্তান এবং আফগানিস্তানে ভূমিকম্প

ভারত, কাশ্মির, পাকিস্তান এবং আফগানিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।তবে, কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। জিনিউজ, এনডিটিভি।

রবিবার সন্ধ্যার কাছাকাছি সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের দিল্লি, কাশ্মিরের শ্রীনগর, জম্মু, পাকিস্তানের লাহোর ইসলামাবাদ এবং আফগানিস্তানের কাবুলের ওপর দিয়ে এই ভূমিকম্প বয়ে যায়।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উপকেন্দ্র আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে আফগানিস্তানের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে।

অনেককেই ঘরবাড়ী ছেড়ে বাইরে এসে দাঁড়াতে দেখা যায়।

উল্লেখ্য, ২০০৫ সালে জম্মু ও কাশ্মিরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।