September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই : সৈয়দ আশরাফ

সাভার প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই এবং শেখ হাসিনা নির্বাচন যথাসময়েই দেবেন।’

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বলে কোন শব্দ বাংলাদেশের সংবিধানে নেই। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসার কোন সুযোগ নেই।

মধ্যবর্তী নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মধ্যবর্তী নির্বাচনেরও সম্ভাবনা নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালো চলছে। শেখ হাসিনা যথা সময়ে নির্বাচন দেবেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে তিনি বলেন, ‘কারো জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জন্মদিনের আনন্দ উৎযাপন পরের দিনও করা যায়।’

আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। প্রবন্ধের উপর আলোচনা করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখার সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল প্রমুখ।