January 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৭১ টিভির টকশোর সিডি আদালতে দাখিলের নির্দেশ

আদালত প্রতিবেদক : প্রধান বিচারপতির এসকে সিনহার সাথে অন্য এক বিচারপতির কথপোকথনকে কেন্দ্র করে ৭১ টিভির একাত্তর জার্নালে প্রচারিত টকশোর সিডি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আগামী ১৬ আগস্টের মধ্যে এটি দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

প্রসঙ্গত, দৈনিক জনকন্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের স্বপক্ষে সাকা চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সাথে অন্য এক বিচারপতির টেলি কথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটা নিয়ে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়।