March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘কোরবানীর আগে পণ্যমূল্য স্বাভাবিক থাকবে’

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহার (কোরবানী) আগে পণ্যমূল্য স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে নিজ দফতরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বসার পরিকল্পনা নিয়েছি। পণ্যের যা চাহিদা তার চেয়ে বেশি মজুদ আছে। তাই কোরবানী ঈদের সময়েও আমাদের বাজার নিয়ন্ত্রিত থাকবে, পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে। দু’একটি আইটেম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাড়ে-কমে। আমার মনে হয় সেটাও স্থিতিশীল হয়ে যাবে।’

পেয়াজের দামের ঊর্ধ্বমুখীতার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভালভাবে রোজার মাস অতিক্রম করেছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক ছিল। যখন বৃষ্টি হয় তখন কাঁচা তরকারির দাম কিছু বাড়ে, কিছু কমে। পেঁয়াজের দামটা আকস্মিকভাবে আন্তর্জাতিক বাজারে পাঁচগুণ বেড়ে গেছে। দেশি উৎপাদনকারীরাও এটার সঙ্গে মিল রেখে দাম সামজ্ঞস্য করে। এরপরেও আমাদের যা চাহিদা তারচেয়ে বেশি পেঁয়াজ মজুদ আছে।’

সামনে কোরবানী, ভারত থেকে গরু আসা বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়েই চলছে মাংশের দাম। এ বিষয়ে সরকারে উদ্যোগ কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোরবানির সময় ৭০ লাখ গরুর দরকার, আমাদের আছে ৬০ লাখ। মন্ত্রিসভা ও একনেকের সভায় গরু নিয়ে প্রশ্ন উঠলে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, যাতে চাহিদা মোতাবেক গরু উৎপাদন করা যায়। এজন্য প্রকল্প গ্রহণ করেছি।’

Print Friendly, PDF & Email