October 7, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা-সিলেট বাস চলাচল শুরু

সিলেট প্রতিনিধি : দীর্ঘ দশ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রুটে বাস চলাচল শুরু হয়েছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশে জানানো হয়, যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে সন্ধ্যা চারটার পরিবর্তে বিকাল চারটা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।

এর আগে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জানিয়েছিলেন, বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বিকাল চারটা পর্যন্ত চলবে।

বিক্ষোভ সমাবেশ থেকে বাবুল চন্দ্র দে শিবুর হত্যাকারীদের শাস্তির দাবি করে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

এর মধ্যে বাবুল হত্যাকারীদের বিচার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, “পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ঢাকার পথে বাস বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক রয়েছে।”

সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে সংজ্ঞা হারান চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)