March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

'প্লিজ একটা দিনের জন্য এটি ব্যবহার করবেন না'

ডেস্ক প্রতিবেদন : নিজেদের প্রোডাক্টের জন্য লজ্জিত ও অনুতপ্ত একটি কনডম কম্পানি। নিজেদের অনুতাপের কথা জানিয়ে খবরের কাগজে ক্ষমাপত্রও ছাপিয়ে ফেলেছে তারা।

সম্প্রতি সংস্থাটির একটি সমীক্ষায় দেখা গেছে, সিঙ্গাপুরের জনসংখ্যা অস্বাভাবিক হারে কমে গেছে। কারণ, অতিরিক্ত কনডম ব্যবহার! সংস্থা অন্তত তেমনই দাবি করছে। তাদের প্রোডাক্ট ব্যবহারের ফল যে এতটা মারাত্মক হতে পারে তা তারা স্বপ্নেও ভাবেনি। সে কারণেই খবরের কাগজে চিঠি লিখে আম আদমির কাছে ক্ষমা চেয়েছে তারা। তার সঙ্গে কাতর আবেদন, “প্লিজ একটা দিনের জন্য কনডম ব্যবহার করবেন না।”

দুষ্টু লোকেরা অবশ্য বলছে এটা কোনও ক্ষমা টমা নয়, এটা প্রোডাক্ট বিক্রির একটা বিজ্ঞাপন মাত্র। দেখছেন না, ফাঁক তালে নিজেদেরকে এক নম্বর বলে দাবি করে ফেলেছে সংস্থাটি। কেউ কেউ আবার বলছে ওদের কনডম ব্যবহার করে জনসংখ্যা কমে গেছে এর থেকে “আকাশ কুসুম” খবর আর হতে পারে না। আর যদি সিঙ্গাপুরে সত্যিই জন্ম নিয়ন্ত্রণ হয়ে থাকে তাহলে তো চীন আর ভারতে প্রোডাক্টটিকে ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত। এমনই দাবি উঠছে বিভিন্ন মহলে। – সূত্র : ওয়েবসাইট

Print Friendly, PDF & Email