November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বনানীতে স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।

শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সাড়ে ৭টার দিকে বনানীতে আসেন প্রধানমন্ত্রী।

নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া পাঠ ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন।