October 24, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ ৫ জন নিহত

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক সেনাসদস্যও। ধারণা করা হচ্ছে নিহতরা ইউপিডিএফ ও জেএসএস-এর সদস্য।

এসময় আটক করা হয়েছে ৩ জনকে। এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বারুদ।

শনিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, সন্ত্রাসীদের স্বশস্ত্র অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে  লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেনাবাহিনীও পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে অন্তত ৫ সন্ত্রাসী নিহত হয়। গুলিবিদ্ধ হয় এক সেনা সদস্য।

এসময় পালিয়ে যায় অন্য সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে ৭ টি অস্ত্র ও ৫০০ রাউন্ড গোলা বারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। এখনো  ঐ এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।