December 6, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিলবাওয়ের কাছে বিধ্বস্ত বার্সা

ক্রীড়া ডেস্ক : মৌসুমের পঞ্চম শিরোপাটা অনেকটাই হাতছাড়া হতে চলেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার।স্প্যানিশ সুপার কাপে প্রথম লেগে শুক্রবার রাতে আরির্জ আদুরিজের হ্যাটট্রিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ৪-০ গোলে হেরে গেছে মেসির বার্সেলোনা।

বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেস ব্যারিয়াতে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। মাঝ মাঠ থেকে প্রায় ৪৫ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন বিলবাওয়ের মিকেল সান জোসে।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে অনেকটা রক্ষণভাগ ফাঁকা রেখে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগায় বিলবাওয়ের খেলোয়াড়রা।

৫৩ মিনিটে বাম প্রান্ত থেকে আক্রমণে সফল হয় বিলবাও। ডি বক্সে আনমার্ক আদুরিজ সহজেই টেক্সটবুক হেডে বল জালে জড়ান।

এর নয় মিনিট পর আবারো আদুরিজের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও। ডান প্রান্তের ক্রস থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে অনেকটাই নুয়ে পড়ে বার্সা।

এর মধ্যে কয়েকটি আক্রমণ নষ্ট করে মেসি ইনিয়েস্তাদের।

পুরো ম্যাচে বার্সার প্রাণ ভোমরা মেসি ছিলেন বোতলবন্দী। এর মাঝেই ৬৮ মিনিটে দানি আলভেজের ভুলে পেনাল্টি পায় বিলবাও। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আদুরিজ।ম্যাচের বাকী সময় গোল জন্য আক্রমণ শানালেও অধরা গোলের দেখা পায়নি বার্সা।

আগামী সোমবার রাতে দ্বিতীয় লেগে বার্সা ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে মুখোমুখি হবে বিলবাওয়ের।