নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহ আলী থানাধীন গুজারঘাটের একটি বস্তি থেকে জসিম (৩৫) নামের পুলিশ ও র্যাবের এক সোর্সের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টায় গুজারঘাটের ব্লক এইচের কিংসুখ বস্তি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ সরকার।
এ ব্যাপারে শাহ আলী থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান, নিহত জসিম পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করত। স্থানীয় বাসিন্দারা বস্তির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানন, শুক্রবার রাতের কোনো একটা সময় তাকে হত্যা করা হয়। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো..
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ
জামালপুরে র্যাবের অভিযানে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ১
ইয়াবা ও মাদকবহনকারী বাসসহ গ্রেফতার:র্যাব-২