ডেস্ক প্রতিবেদন : চীনে কারাগারের সাজা এড়াতে ১০ বছরে ১৪ বার অন্তঃসত্ত্বা হয়েছেন এক নারী। সম্প্রতি মেইল অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের উরুমকিতে কারাগারের সাজা এড়াতে ১০ বছরে ১৪ বার অন্তঃসত্ত্বা হয়েছেন এক নারী। জেং নামে পরিচিত এই নারীকে ১০ বছর আগে দুর্নীতির অভিযোগে উরুমকির গণআদালত আজীবন কারাদণ্ড দিয়েছিল। কারাদণ্ডের কথা জানতে পেরে ঐ নারী নিজেকে অন্তঃসত্ত্বা বলে ঘোষণা করেন। ফলে আদালত তাকে সংশোধনীর জন্য পাঠায়।
প্রসঙ্গত, চীনা আইন অনুযায়ী, দণ্ডিত নারীরা গর্ভবতী হলে তাদেরকে সংশোধনীর জন্য পাঠানো হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রথম সংশোধনীর পরে জেং গর্ভপাত করেন। পরবর্তীতে সে আবারও অন্তঃসত্ত্বা হন এবং আদালতের সুযোগ গ্রহণ করেন।
কারাগারের সাজা এড়াতে এভাবে তিনি ১০ বছর ধরে ১৪ বার অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে এই ১০ বছরে তিনি কোন সন্তান জন্ম দেয়নি। আদালত তার চালাকি বুজতে পারে। অবশেষে ৩৯ বছর বয়সী এই নারীকে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিভাগের আরো..
দেয়ালে আঁকলে বকা না দিয়ে বুদ্ধি খাটান
ঠোঁটের পেছনে খরচ প্রায় ৪ কোটি টাকা