গাইবান্ধা প্রতিনিধি : জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর চেংমারী উচ্চ বিদ্যালয়ে চারদিন ধরে তালা ঝুলিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এ অবস্থায় বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মণ্ডল নাশকতা মামলার আসামি হওয়ায় দীর্ঘ ৯ মাস জেল-হাজতে বন্দি থাকলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। পরে সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে।
এদিকে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মণ্ডল জামিনে মুক্তি পেয়ে এলাকার কিছু সংখ্যক শিক্ষার্থীর অভিভাবকদের ম্যানেজ করে ছাত্রছাত্রীদের উসকে দিয়ে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থা চলতে থাকায় শিক্ষার্থীর ১৩ আগস্ট বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এবং রোববার প্রধান শিক্ষকের সমর্থনে মিছিল-মিটিং করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মণ্ডল বলেন, “ম্যানেজিং কমিটির মনগড়া সিন্ধান্তের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি আমি এইমাত্র শুনলাম। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো..
এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, কমলো নম্বর
সম্মানিত হলেন ১১শত হাফেজ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ইফতার অনুষ্ঠিত