সিলেট প্রতিনিধি : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়িনশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছে ভারত। মঙ্গলবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। এ নিয়ে টানা তিনবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।
দ্বিতীয় সেমিফাইনালে খেলার শুরু থেকেই নেপালকে চাপের মধ্যে রাখে ভারত। করতে থাকে একের পর এক আক্রমণ। খেলার ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার রাহিম আলি। এরপর নেপাল আর সমতাসূচক গোলের দেখা পায়নি। কয়েকটি আক্রমণ করলেও ভারতের রক্ষণভাগ তা প্রতিহত করে।
এর আগে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে প্রথম বারের মত ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
এ বিভাগের আরো..
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম
টি-টোয়েন্টি: মিরাজের ঘুর্ণিতে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে