নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন সবার অংশগ্রহণ করার কথাটা একটা মতলববাজ কথা। সংবিধান ও আইনে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারিত আছে। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সেই জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠী গণতন্ত্র ও নির্বাচনে হালাল না।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচন নিয়ে কথা বলা বা আলোচনার মৌসুম নয় এখন। এ দাবি করার মধ্যে চক্রান্তের বিষয়টি স্পষ্ট। ৫ জানুয়ারিও তাদের নির্বাচনী এজেন্ডা ছিল না। এখনও নির্বাচন বিএনপির এজেন্ডা নয়। বিএনপির নির্বাচনের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়া অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র চক্রান্তের পথ এখনো ছাড়েননি। নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে আলোচনার আগে জঙ্গিবাদ মোকাবেলার ফর্মুলায় একমত হতে হবে।”
সাংবাদিক প্রবীর শিকদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসানুল হক ইনু বলেন, গ্রেপ্তার সাংবাদিক প্রবীর শিকদার যাতে ন্যায়বিচার পান সেই দিকে খেয়াল রাখবে তথ্য মন্ত্রণালয়।”
এ বিভাগের আরো..
গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়
মোর্চা করে লাভ নেই, আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে : তথ্যমন্ত্রী