September 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের সতর্কতা

চট করে খাবার গরম করতে কিংবা স্বল্প সময়ে মজাদার কিছু রান্না করতে চাই মাইক্রোওয়েভ ওভেন।দৈনন্দিন জীবনযাপনে মাইক্রোওয়েভ ওভেনের প্রয়োজনীয়তা অনেক। তবে এটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে:

  • ধাতব কিছু যেমন চামচ, স্টেইনলেস স্টিলের তৈজস- এগুলো মাইক্রোওয়েভ ওভেনে রাখবেন না। এতে গরম হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
  • অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো কিছু মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না। এতে আগুন লেগে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
  • খালি মাইক্রোওয়েভ ওভেন কখনও চালু করবেন না।
  • খাবার অতিরিক্ত গরম করাও অনুচিত। এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • প্লাস্টিকের পাত্রে খাবার গরম করতে দিবেন না। এতে প্লাস্টিক গলে যেতে পারে। ওভেন প্রুফ বাটি পাওয়া যায় বাজারে। এগুলো ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
  • শুকনা মরিচ কখনও মাইক্রোওয়েভ ওভেনে গরম করবেন না। এতে মরিচ পুড়ে ধোঁয়া নির্গত হতে পারে।
  • মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতে দিয়ে সতর্ক থাকুন। কারণ খাবার হঠাৎ বেশি গরম হয়ে ছিটকে ওভেন নষ্ট হতে পারে।