January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (ডিপিওডি) সদর উপজেলার শাহানশাহগঞ্জ গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন, রচনা, সংগীত, নৃত্য, কবিতা ও নাটকসহ কয়েকটি বিষয়ে শতাধিক প্রতিবন্ধী শিশু-কিশোর অংশ নেয়।

ডিপিওডি এর সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শাহআলম, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, ডিপিওডি এর পরিচালক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।