March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উপসচিবের কক্ষে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের উপসচিব আব্দুল বারীর কক্ষে বেসরকারি স্যাটেলাইট স্টেশন চ্যানেল ২৪-এর দুই সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ওই চ্যানেলের প্রতিবেদক জি এম মুস্তাফিজুর রহমান ও ক্যামেরাপারসন রিপু আহমেদ লাঞ্ছনার শিকার হন।

মুস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, “সংবাদ সংগ্রহ করতে আমি এনআইডির অফিসে যাই। হঠাৎ উপসচিব আব্দুল বারি আমাদের উপর চড়াও হন। তিন তার রুমে আমাদেরকে আটকে রাখেন।”

তিনি আরও বলেন, “কিছুক্ষণ পরেই আব্দুল বারি ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালান। তার সঙ্গে অফিসের অন্যান্য কর্মচারিরাও হামলায় অংশ নেয়। এসময় তারা আমাদের ক্যামেরাও ভাংচুর করে।”

জানা যায়, দুই সাংবাদিককে লাঞ্ছিত করার পর নিজরুমে আটকে রাখে উপসচিব বারী। তিনি তাদেরকে ‘অকথ্য’ ভাষায় গালাগাল করেন।

পরে খবর পেয়ে আইন শৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা মুস্তাফিজ ও বিপুকে উদ্ধার করে।

সম্প্রতি এ উপসচিবের দু্র্নীতি নিয়ে চ্যানেল ২৪-এ একটি সংবাদ পরিবেশন হয়। এর জের ধরেই বারী ওই দুই সাংবাদিকের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ।

Print Friendly, PDF & Email