January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বান্দরবানে পাহাড়ধস: ১ শিশু নিহত, নারীসহ আহত ৫

বান্দরবান প্রতিনিধিঃ টানা বর্ষণের কারণে বান্দরবানের নিউ গুলশান এলাকায় বসতবাড়ির উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় সাজিদ (আড়াই বছর) নামে ১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে নিহত সাজিদের মা ও নানীসহ আরো ৫ জন।

তবে আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে। দমকলবাহিনী, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কাজ সম্পন্ন করেছে।

তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ক্ষতিগ্রস্তদেরকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন।