September 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটক-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। দুজনই প্রাপ্তবয়স্ক। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিআরটিসির দোতলা একটি বাসের ধাক্কায় ওই দুজন গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনা পর বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।