ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে অংশ নিলেও প্রতিযোগিতার ফ্র্যাঞ্চাইজি দল সিলেট, রবিশাল, খুলনা, রাজশাহী ও চিটাগং ক্লাব বকেয়া টাকা পরিশোধ করেনি। এই ৫টি ক্লাবের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট বকেয়া ৩৬ কোটি ৮১ লাখ টাকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনানুষ্ঠানিক এক সভা শেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, সিলেটের কাছে বকেয়া রয়েছে ৮ কোটি টাকা। এ ছাড়া বরিশাল ৬ কোটি টাকা, খুলনা ৮ কোটি ১৯ লাখ টাকা, রাজশাহী ৬ কোটি ৯ লাখ টাকা ও চিটাগংয়ের কাছে বকেয়া রয়েছে ৭ কোটি ৪৫ লাখ টাকা।
বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘বিপিএলের নতুন আসর শুরু আগে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি হিসেবে সাড়ে ৪ কোটি টাকা ও প্লে-অর্ডার হিসেবে ১ কোটি টাকা অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোকে জমা দিতে হবে। আগের আসরে অংশ নেওয়া (পুরাতন) ক্লাবগুলো যারা অর্থ পরিশোধ করেনি তাদের ২৭ আগস্টের মধ্যে বকেয়া টাকা পরিরোধ করতে হবে।’
এ বিভাগের আরো..
বিসিএল-এ ফিক্সিং অভিযোগ : ন্যায় বিচার চায় আজমপুর
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
সাফল্যের জন্য সাকিবের পরামর্শের কথা বললেন নাইম