July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যাত্রাবাড়ীতে এসিডে দগ্ধ এক গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীর মাতাইলে দুর্বৃত্তদের ছোড়া এসিডে প্রিয়পাখি (৫৪) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

প্রিয়পাখি জানান, তার ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সম্প্রতি সে দেশে ফেরে। এরপর ওই এলাকার হাবিব, শাহ আলমসহ কয়েকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। মামলা তুলে নিতে তাদরে হুমকি দেওয়া হয়। রাতে ওই এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রিয়পাখি। পশ্চিম পাড়ায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে। এতে তার ডান হাত ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

প্রিয়পাখির অভিযোগ, যারা চাঁদার দাবি করেছিল, তারাই এ কাজ করতে পারে।