March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইরিকার আঘাতে নিহত ২০, ফ্লোরিডায় জরুরি অবস্থা

বিদেশ ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চলের ডোমিনিকা দ্বীপে মৌসুমী ঝড় এরিকার আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কিছু লোক নিখোঁজ হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এরিকা আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেছেন, ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া শত শত বাড়ি-ঘর, ব্রিজ ও রাস্তা-ঘাট ধ্বংস হয়েছে। তিনি দেশকে রক্ষায় সকলকে একত্রে কাজ করার আহবান জানিয়েছেন।

বার্বাডোসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসি বলেছে, প্রবল ঝড়ের আঘাতে কমপক্ষে ৩১ জন লোক নিখোঁজ হয়েছেন। ডোমিনিকা দ্বীপে ৭২ হাজারের মতো লোক বাস করে।

এদিকে, ফ্লোরিডার গভর্নর রিক স্কট পূর্ব সতর্কতা হিসেবে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি শহরের বাসিন্দাদের খাদ্য, পানি ও জ্বালানি সংরক্ষণের আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email