March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বি.বাড়িয়ায় ৩০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। আজ শনিবার সকাল ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কেও ছড়িয়ে পড়েছে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কে সৃষ্ট যানজটের প্রভাব।

আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেতু দিয়ে ধীর গতিতে যানবাহন চলছে। তবে সেতুর উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। যানজটের প্রভাব আঞ্চলিক মহাসড়কেও ছড়িয়ে পড়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত আছে। আশা করি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য বলেন, তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার অংশ ঝুঁকিতে থাকায় সেতুর ওপর দুই লেনে একটি বেইলি সেতু স্থাপন করা হচ্ছে। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ১৮ ঘণ্টা সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তখন সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজটের প্রভাব এখনও রয়ে গেছে।

Print Friendly, PDF & Email