March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দিল্লিকে যুদ্ধের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

বিদেশ ডেস্ক : ভারতের সঙ্গে যুদ্ধ করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার ইসলামাবাদে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারত যদি আমাদের সাধারণ মানুষের উপর হামলা করে তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে।

যদি যুদ্ধ করতে বাধ্য করা হয় তাহলে যে কোনোভাবেই হোক তা মোকাবেলার হুশিয়ারি দেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

এসময় তিনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমানা অতিক্রমের অভিযোগ এনে বলেন, ভারত আবারো আগ্রাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, মাতৃভূমি রক্ষার জন্য প্রয়োজনে সবকিছু করবো। ১৯৬৫ সালের যুদ্ধের চেয়েও এবারের যুদ্ধ বেশি ভয়াবহ হবে বলে তিনি হুমকি দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী মাসে জাতিসংঘ সম্মেলনে এ বিষয়টি তুলে ধরবেন বলে জানান এই মন্ত্রী।

সম্প্রতি উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পর উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছে দেশ দুটির কর্মকর্তারা। বৈঠক বাতিলের এক সপ্তাহের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাকিস্তানে ১৩ জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে পাক রেঞ্জার্সদের গুলিতে ভারতের অন্তত চার নাগরিক নিহত হয়।

Print Friendly, PDF & Email