অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির পশুর সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে ৩০ লাখ গরু-মহিষ ও ৬৯ লাখ ছাগল-ভেড়া রয়েছে, তাই কোরবানি পশুর ঘাটতির কোনো প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন, ভারত থেকে যদি গরু নাও আসে তাহলেও কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না।
ঈদ-উল-আজাহা উপলক্ষে গরু-মহিষ-ছাগল ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী