নিজস্ব প্রতিবেদক : খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে সাত ম্যাজিস্ট্রেটসহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। তারা রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসনিক একাডেমি ভবনে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
ঢামেকে ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা হলেন- রুমানা (৩২), রুমা (৩০), মওদুদ আহমেদ (৩২), আল-আমীন (৩০), অরবিন্দ (৩০), গিয়াসউদ্দিন (৩২), কবির হোসেন (৩৪)।
এছাড়া জাকির হোসেন (৪০), ইয়াকুব আলী (৫৫), আব্দুল আউয়াল (৪৫), আলমগীর হোসেন (২৬), মন্টু মিয়া (৫৪) নামে আরো চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক সূত্র জানায়, খাদ্য বিষক্রিয়ায় কারো পেটে ব্যথা, কারো বমি হয়েছে। তারা সবাই মেডিসিন বিভগে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি ধরনের খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী