March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মারা গেলেন টাঙ্গাইলের ‘গরিবের চিকিৎসক’

টাঙ্গাইল প্রতিবেদক : টাঙ্গাইলে তিনি পরিচিত ছিলেন ‘গরিবের চিকিৎসক’ নামে। মঙ্গলবার দুপুরে তিনি নিজের প্রতিষ্ঠিত কাইলাকুড়ি হাসপাতালে মারা গেছেন।

গরিবের এ চিকিৎসকের নাম এড্রিক বেকার (৭৪)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

মধুপুর গড়ে অবস্থিত এড্রিক প্রতিষ্ঠিত কাইলাকুড়ি হাসপাতালের পাশে বুধবার তাকে সমাহিত করা হয়। তিনি বাংলাদেশে আসেন ১৯৭৯ সালে। এরপর ৩৬ বছর ধরে তিনি মধুপুর গড় এলাকায় গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিন্টনে জম্ম বেকারের। বাংলাদেশে এসে তিনি প্রথমে মেহেরপুর মিশন হাসপাতালে ও পরে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে কাজ করেন।

তবে সবসময়ই তিনি চেয়েছেন, শহুরে হাসপাতালের চেয়ে প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে। এ ঝোঁক থেকেই টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় কাজ শুরু করেন তিনি। এবং এখানেই মারা যান।

Print Friendly, PDF & Email