June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘জ্ঞানের অভাবে’ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দেলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে ‘দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নতুন পে স্কেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তারা জানেনই না যে নতুন বেতন কাঠামোতে তাদের জন্য কী আছে, কী নেই।”

অর্থমন্ত্রী বলেন, “আমার জানা নেই, কোথায় তাদের মর্যাদার হানি হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের করাপ্ট প্র্যাকটিস নিয়ন্ত্রণে আনা দরকার। প্রত্যেকেই এখানে সহজেই অধ্যাপক হয়ে যান। সহযোগী অধ্যাপকদের তারা খেয়াল খুশিমতো পদোন্নতি দেন। দেখা গেছে, নিচে ১০ জন প্রভাষক; কিন্তু ওপরে এক হাজার অধ্যাপক। এটা কিছু হলো? শুধু ওপরে পদোন্নতি হবে, এটা ঠিক না।”

অর্থমন্ত্রী মুহিত বলেন, “বিষয়টি মন্ত্রিসভা কমিটিকে জানানো হবে। আমলাতন্ত্রকে আমরা যেভাবে ম্যানেজ করি, বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরও সেভাবে নিয়ন্ত্রণ করব।”