March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পরিবহন ভাড়া বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বেশিরভাগ পরিবহনের ভাড়া বাড়লেও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে পরিবহনের ভাড়া বাড়ালো সরকার। বাস ও মিনি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার দশ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৬০ পয়সা। আর মিনি বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৫০ পয়সা। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ৭ টাকা।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। আগামী ১ অক্টোবর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।

একই সঙ্গে অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চালকের কাছ থেকে মালিকের দিনপ্রতি জমা নির্ধারণ ৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০০ টাকা।

সিএনজি অটোরিকশার মালিকদের কাছে জমা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। যানজটে আটকে থাকলে আগে ভাড়া ছিল ১ টাকা ৪০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা করা হয়েছে।

Print Friendly, PDF & Email